সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারাল স্টাডিজ আয়োজন করেছে দশদিন ব্যাপী মাতৃভাষা উৎসব ২০২৩

February 10, 2023

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উদযাপনের লক্ষ্যে সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারাল স্টাডিজ আয়োজন করেছে দশদিন ব্যাপী মাতৃভাষা উৎসব ২০২৩। মূলত এদেশের নির্ভীক ও আত্মত্যাগী ভাষা সৈনিকদের চেতনায় অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের ভাষা বৈচিত্র্যের অন্বেষণ ও উদযাপনের লক্ষ্যেই প্রতি বছর নানা আয়োজনের মধ্য দিয়ে এই মাতৃভাষা উৎসব পালন করা হয়।
এই উৎসবের প্রথম আয়োজন হিসেবে রয়েছে  আন্তর্জাতিক  মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত কাহুট কুইজ প্রতিযোগিতা
কুইজের প্রথম ৫ জন বিজয়ীদের জন্য রয়েছে নানা পুরষ্কার ও সার্টিফিকেট!
বিস্তারিতঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতা
তারিখঃ ২০ – ২১ ফেব্রুয়ারি ২০২৩
ফ্রি রেজিস্ট্রেশনঃ https://docs.google.com/forms/d/1ZcCK0W4ds3H72K5_RCko6qa4ySVaWzALk9D5N-nMAIw/edit
রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৩
অংশগ্রহণের যোগ্যতাঃ প্রতিযোগিতাটি শুধুমাত্র গ্রিন বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের জন্য।
কুইজের প্রথম ১০ জন বিজয়ীদের জন্য রয়েছে নানান পুরষ্কার ও সার্টিফিকেট!

 
সিলেবাসঃ
১। ভাষা আন্দোলন
২। একুশে ফেব্রুয়ারি
৩। বাংলা ভাষার সংক্ষিপ্ত ইতিহাস
৪। বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস
৫। আদিবাসী ভাষা ও সংস্কৃতি
রেফারেন্স গ্রন্থ
১। লাল নীল দীপাবলী- হুমায়ূন আজাদ
২। কতো নদী সরোবর- হুমায়ূন আজাদ
৩।বাংলাদশের সাহিত্যে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ- রফিকুল ইসলাম
৪। রাষ্ট্রভাষা আন্দোলনের দলিলপ্ত্র- আবুল কাশেম ফজলুল হক
… এছাড়াও  অন্যান্য উল্লেখযোগ্য সহায়ক গ্রন্থাবলি