প্রমিত বাংলা বানান প্রতিযোগিতা, সামার-২০২২
গ্রিন ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ সেন্টার-এর পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী ৯ সেপ্টেম্বর, ২০২২, গ্রিন ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রমিত বাংলা বানান প্রতিযোগিতা, সামার-২০২২ আয়োজন করতে যাচ্ছে। সার্টিফিকেট-সহ আকর্ষণীয় ৬ টি পুরস্কার সম্বলিত এই প্রতিযোগিতাটি কাহুট ও জুমের মাধ্যমে অনলাইনে অনুষ্ঠিত হবে। গ্রিন ইউনিভার্সিটির যে কোন বিভাগের শুধুমাত্র বর্তমান অধ্যায়নরত শিক্ষার্থীবৃন্দ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতার সিলেবাস ও নির্দেশিকা নির্ধারিত ড্রাইভে পাওয়া যাবে। আগ্রহী প্রতিযোগী শিক্ষার্থীদেরকে ৭ সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৯ মি. এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হচ্ছে। সর্বোচ্চ ৪০০ জন প্রতিযোগী এই প্রতিযাগিতায় অংশগ্রহণ করতে পারবে। ৪০০ জনের নিবন্ধন সম্পন্ন হলে গুগল ফর্মটি বন্ধ হয়ে যাবে। তাই, দ্রুত নিবন্ধন সম্পন্ন করার জন্য সকল-কে অনুরোধ করা হচ্ছে।
তথ্য ও সিলেবাসের জন্য লিংক: https://drive.google.com/drive/folders/1ZDcY7a3_k6FQcyHYWbUj1hpas7k7v__z?usp=sharing
রেজিস্ট্রেশন লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSenBaFevWxS2VrqtFD_3N9TaEguoVx6OI1u3g-8QAwnWjX2DA/viewform?usp=sf_link
ফেইসবুক পেইজ লিংক: https://www.facebook.com/profile.php?id=100063911898510
রেজিস্ট্রেশনের শেষ সময়: রাত ১১:৫৯ মিনিট, ৭ সেপ্টেম্বর, ২০২২।