জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর  জীবন ও কর্মের উপর কুইজ প্রতিযোগিতা

August 10, 2022

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,

আগামী ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ-দিবস। এই জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর  জীবন ও কর্মের উপর গ্রিন ইউনিভার্সিটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। কুইজের তত্ত্বাবধানে রয়েছে গ্রিন ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ সেন্টার। কুইজটি দুইটি রাউন্ডে ১৩ই আগস্ট, ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে। কুইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে ১৫ ই আগস্ট, ২০২২ জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় আলোচনা সভায়।

আগ্রহী শিক্ষার্থীবৃন্দকে নিচের লিংকে ১১ই আগস্ট, ২০২২ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া যাচ্ছে। কুইজটি কাহুট ও জুমের মাধ্যমে অনলাইনে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে কুইজটিতে শুধুমাত্র ও একমাত্র গ্রিন ইউনিভার্সিটিতে (সিটি ও পার্মানেন্ট ক্যাম্পাস উভয়টিতেই) অধ্যায়নরত বর্তমান শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন।

রেজিস্ট্রেশন লিংক:  https://forms.gle/qMDMG9wVXmX4hFp29

ইভেন্ট লিংকঃ  https://fb.me/e/4K2NvfYml

 

 

কুইজের জন্য যে বইগুলো পড়তে হবে:

  • বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান রচিতঅসমাপ্ত আত্মজীবনী, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ২০১২।
  • মোনায়েমসরকার সম্পাদিতবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: জীবন  রাজনীতি, বাংলা একাডেমি প্রকাশনী, ২০০৮

বই গুলোর পিডিএফ ভার্সন এবং প্রতিযোগিদের প্রতি নির্দেশনাবলীর জন্য এই লিংক টি ব্যাবহার করুনঃ https://drive.google.com/drive/folders/1oVV7JKsQoha_ebCgo3P19rkf7A8t7a8A?usp=sharing

Deadline: 11 August, 2022

কুইজের বিস্তারিত নির্দেশনা ও নিয়মিত আপডেটের জন্য প্রদত্ত লিংক https://www.facebook.com/Green-University-Language-Center-102546264962679/      তে  Green University Language Center  এর পেইজে চোখ রাখুন।

ধন্যবাদ।