অন্ত-বিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতা – স্প্রিং-২০২২
প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আনন্দের সাথে জানাচ্ছি যে স্প্রিং-২০২২ সেমিস্টারে GULC অন্ত-বিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতা বিসিএস-এর সিলেবাস অনুসারে সুনির্ধারিত ও নির্বাচিত বিষয়সমূহের উপর অনুষ্ঠিত হবে। আমরা বিশ্বাস করি, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীদের ভবিষ্যতে বিসিএস-সহ বিভিন্ন পেশাগত পরীক্ষায় অংশগ্রহণে পথ-প্রদর্শক হিসেবে ভূমিকা পালন করবে। সাথে আকর্ষণীয় পুরস্কারসমূহ ও সার্টিফিকেট তো রয়েছেই। সুতরাং, আগ্রহী সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে বিনামূল্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আহবান করা যাচ্ছে। এই কুইজের জন্য শুধুমাত্র গ্রিন ইউনিভার্সিটির বর্তমান শিক্ষার্থীবৃন্দ রেজিস্ট্রেশন করতে পারবেন।
- কুইজ অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৩ ও ১৪ ই মে, ২০২২ (শুক্রবার ও শনিবার)
- কুইজের ডেমো (ট্রেইনিং) সেশন: ১২ মে, ২০২২ (বৃহস্পতিবার)
- রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/FzNtQ5hdE2uo3KuUA
- রেজিস্ট্রেশন-এর শেষ তারিখ: ১০ মে, ২০২২ (মঙ্গলবার)
কুইজের বিস্তারিত আপডেট রেজিস্ট্রেশন-কৃত শিক্ষার্থীদের ই-মেইলে যথাসময়ে শেয়ার করা হবে। এই নোটিশের সাথে কুইজের সিলেবাস ও সাধারণ নিয়মাবলী সংযুক্ত করা হল। সিলেবাস ও নিয়মাবলী ডাউনলোড করার জন্য ড্রাইভ লিংকে ভিজিট করুন: https://drive.google.com/drive/folders/1R6IJ6J1qJme9YmLjV40pYIq4S_Q5SPu2?usp=sharing
সবসময়ের আপডেট পাওয়ার জন্য এই লিংকে সংযুক্ত থাকুন: https://fb.me/e/1tAwjAeGD
LET’S GO TO CHAMPION FOR BRILLIANCE