Spelling Bee on GUB
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপনের উপলক্ষ্যে সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারাল স্টাডিজ আয়োজন করেছে দুই সপ্তাহব্যাপী মাতৃভাষা উৎসব ২০২৪। এই উৎসবের একটি আকর্ষণ হল ইংরেজি বানান প্রতিযগিতা। উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে নানা পুরষ্কার ও সনদ।
রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/VabDbct8MnKGDyUZ7
রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ২৮ ফেব্রুয়ারি,২০২৪
অংশগ্রহণের যোগ্যতাঃ প্রতিযোগিতাটি শুধু গ্রিন বিশ্ববিদ্যালয়ের বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য।
অনুষ্ঠান সুচিঃ
সময়: দুপুর ২:০০ ঘটিকা
তারিখ: ফেব্রুয়ারি ২৯, ২০২৪
স্থান: ভবন এ । কক্ষ নম্বরঃ ৩০২