২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষ্যে দু্ই সপ্তাহব্যাপী আয়োজনের পুরস্কার ও সনদ বিতরণী এবং সমাপনী অনুষ্ঠান

March 22, 2024

সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারাল স্টাডিজ (সিএলসিএস)-এর পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা।

সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারাল স্টাডিজ প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষ্যে নানাবিধ আয়োজন করে থাকে। সংস্কৃতির ধারাকে সমুজ্জ্বল করার লক্ষ্যে এবং বাংলা ও অন্যান্য ভাষা-সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সর্বস্তরে আরো শুদ্ধভাবে বিকশিত ও গতিশীল করার প্রত্যয়ে সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারাল স্টাডিজ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজন করেছে দুই সপ্তাহ ব্যাপী মাতৃভাষা উৎসব। এবারের উৎসবের মূল প্রতিপাদ্য ছিল সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন। বাঙালি সংস্কৃতির পাশাপাশি এই অঞ্চলের এবং আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন দেশের ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরাই ছিল এবারের উৎসবের উদ্দেশ্য। প্রতিবছরের ন্যায় এবছরও সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারাল স্টাডিজ সম্পন্ন করেছে নানান অনুষ্ঠান এবং কর্মসূচি।

দু্ই সপ্তাহব্যাপী এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান ছিল গত ১৫ ফেব্রুয়ারি। দুপুর ১.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রুমে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতিতে মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ এই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপাচার্য ও ডিস্টিংগুইশড অধ্যাপক ড. মো: গোলাম সামদানী ফকির, সম্মানিত রেজিস্ট্রার ক্যাপ্টেন (নৌবাহিনী) শেখ মোহাম্মদ সালাউদ্দিন (এল পি আর)। আরও উপস্থিত ছিলেন ভাষা ও সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্রের পরিচালক ড. সিরাজুম মুনিরা (সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ) এবং সেন্টারের সম্মানিত শিক্ষকবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় প্রমিত বাংলা বানান কুইজ প্রতিযোগিতা ২০২৪ এর ফাইনাল রাউন্ড।

১৯ ফেব্রুয়ারি ২০২৪ (সোমবার) শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী করে তোলার জন্য এবং IELTS বিষয়ক তথ্য উপস্থাপনের জন্য আয়োজন করা হয় Study Abroad এবং IELTS Masterclass শিরোনামে দিনব্যাপী কর্মশালা। এই কর্মশালায় উপস্থিত ছিলেন IDP বাংলাদেশ চ্যাপ্টারের বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ।

২২ ফেব্রুয়ারি ২০২৪ (বৃহস্পতিবার) আয়োজন করা হয় আঞ্চলিক ভাষার লড়াই ‘আমার জেলা-ই সেরা’ শিরোনামে অনুষ্ঠান, যার মাধ্যমে বাংলাদেশের নানা অঞ্চলের মানুষের ভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর চেষ্টা করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারি ২০২৪ (মঙ্গলবার) আয়োজন করা হয় প্রদর্শনী: বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য শিরোনামে অনুষ্ঠান। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের পরতে পরতে ছড়িয়ে আছে নানান কৃষ্টি ও সংস্কৃতি। ঐতিহ্যের আবহে আমাদের এই বাংলা চিরসমৃদ্ধ। এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য ছিল শিক্ষার্থীরা যেন বাংলাদেশের নানা অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রদর্শনীর মাধ্যমে চিরায়ত বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে আরো নিবিড়ভাবে জানতে ও বুঝতে পারে। একই সঙ্গে সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠে।

২৯ ফেব্রুয়ারি, ২০২৪ (শুক্রবার) আয়োজন করা হয় ইংরেজি বানান প্রতিযোগিতা (Spelling Bee) অনুষ্ঠান, যার মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণের সুযোগ পায়। শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে তোলা এবং ভাষা চর্চায় আগ্রহী করে তোলা ছিল এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।

দুই সপ্তাহ ব্যাপী এই অনুষ্ঠানের পুরস্কার ও সনদ বিতরণী এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ২০ মার্চ, ২০২৪ (বুধবার)। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সভাপতি এবং কলা ও মানবিক এবং সমাজবিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. এম শহিদুল্লাহ এবং ভাষা ও সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্রের পরিচালক ড. সিরাজুম মুনিরা (সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ)। আরও উপস্থিত ছিলেন সেন্টারের সম্মানিত শিক্ষকবৃন্দ। এই অনুষ্ঠানে মাতৃভাষা উৎসব বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ এবং পুরস্কার বিতরণ করা হয়।

সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারাল স্টাডিজ এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, পৃথিবীর বিভিন্ন ভাষা ও বৈচিত্র্যময় সংস্কৃতি সম্পর্কে জানানোর পাশাপাশি সৃজনশীলতা, জ্ঞানের প্রতি আগ্রহ, পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি এবং টিমওয়ার্কের গুরুত্ববোধ জাগ্রত করতে চেয়েছে। উৎসবটি সফলভাবে সম্পন্ন হতে পেরে সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারাল স্টাডিজ (সিএলসিএস) গৌরবান্বিত।